SEO কি?
SEO এর পূর্ণরূপ হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
সার্চ ইঞ্জিন কি?
সার্চ ইঞ্জিন হলো সেই জায়গা যেখানে গিয়ে মানুষ কোন কিছু সার্চ করে বা জানতে চায় যেমন google, youtube, facebook, bing সহ আরো অনেক সার্চ ইঞ্জিন রয়েছে। আজকের লেখাটিতে আমরা ওয়েবসাইটের SEO নিয়ে আলোচনা করব।
সার্চ করলে কিভাবে তথ্যগুলো আসে ভেবেছেন কি কখনো?
এখানেই একজন এসইও এক্সপার্টের খেলা বা কাজ। একজন এসইও এক্সপার্টের ন্যূনতম ৬ মাস থেকে এক বছরের পরিশ্রমের ফলেই আপনারা google এ কোন কিছু সার্চ করলে দেখতে পান।
কিভাবে কাজ করেন একজন এসইও এক্সপার্ট?
google সহ সকল সার্চ ইঞ্জিনের প্রায় ২০০ টিরও বেশি রুলস মেনে প্রপারলি একটি ওয়েবসাইটকে অপটিমাইজ করে তারপর সার্চ ইঞ্জিন গুলোর রোবটকে অনুরোধ করা হয় যাতে সে এসে ওয়েবসাইটের সকল তথ্য ও উপাদানগুলোকে সঠিকভাবে অপটিমাইজ করা হয়েছে কিনা চেক করে তার তথ্য সংরক্ষণাগারে সংরক্ষণ করে।। এরপর কেউ জানতে চাইলে যেন সেখান থেকে দেখায়। এক্ষেত্রে সার্চ ইঞ্জিনের রোবট প্রথমে সকল তথ্য উপাত্ত উপাদানকে তা রুলসগুলো দিয়ে ভালো করে চেক করে ও কোন অনিয়ম আছে কিনা বা যা লিখেছে বা বলেছে তা সঠিক কিনা তা জানার আপ্রাণ চেষ্টা করে কারণ পাঠকরা গুগল সহ সকল সার্চ ইঞ্জিনের কাস্টমার সে চায় যাতে মানুষ তার কাছে সঠিক তথ্য পায় ও বারবার আসে তাই এখানে সে কোন কম্প্রোমাইজ করে না। এই কাজটিকে বলে ক্রলিং। ক্রলিং করে যদি সব কিছু ঠিকঠাক পায় তাহলে সেটাকে তার তথ্যভাণ্ডারের সংরক্ষণ করে যাতে কেউ এ বিষয়ে সার্চ করলে দেখাতে পারে এটাকে বলে ইনডেক্সিং। এই প্রক্রিয়া শেষ হতে এক থেকে তিন মাস লাগতে পারে।
এরপরের ধাপটি হলো র্যাংকিং।
র
কিং কি?
গুগলে সার্চ করলে কয়টি রেজাল্ট দেখতে পান জানেন? দশটি। google এর মোট ১০ টি পেইজ রয়েছে প্রতিটা পেইজে ১০ টি করে মোট ১০০ টি রেজাল্ট দেখানো হয় প্রতিটা সার্চে কিন্তু আমরা সবাই এটা জানিও না আমরা শুধু প্রথম পেজের প্রথম চারপাঁচটা রেজাল্ট দেখে যেকোন একটা পড়ে নিই বাকিগুলোর খোঁজ কেউ নেয় না তাই পৃথিবীর সকল ওয়েবসাইটের মালিকের চাওয়া থাকে তারটা যেন প্রথম চার-পাঁচটার মধ্যে দেখায় এটাকেই বলে প্রথম পেজে রেংকিং। এই রেংকিংয়ের জন্য একজন এসইও এক্সপার্টকে পরম ধৈর্য সহকারে কাজ করে যেতে হয় ৬ মাস থেকে এক বছর এটা সম্পূর্ণ সার্চ ইঞ্জিনের মর্জি। ওয়েবসাইটের অবস্থা ও কম্পিটিশনের উপর নির্ভর করে তবে দক্ষ এসইও এক্সপার্ট না হলে সময় ও অর্থ সময় মাটি।